১২জুলাই,২০১৭ তারিখে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কাজিপুর ইউনিয়নে মেঘাই স্পার-৩ ধ্বসে/বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণ করেন সাবেক জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। ইউএনও জনাব মো: শফিকুল ইসলাম,চেয়ারম্যান, উপজেলা পরিষদ জনাব মো: মোজাম্মেল হক সরকার, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জনাব খলিলুর রহমান সিরাজীসহ নেতৃবৃন্দ, পিআইও জনাব মো: শাহ আলম মোল্লা, উপ সহকারী প্রকৌশলী এস্এম অাবু মেতালেব, ইউপি চেয়ারম্যান জনাব অাতিকুর রহমান নান্নু, সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন। গত ১১জুলাই রাতে স্পারটির ২০০মি: অংশ নদীতে ধ্বসে পড়ে। ১০টি পরিবার গৃহহীন হয়। গৃহহীনদের মাঝে ১০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।ইউএনও জনাব মো: শফিকুল ইসলাম ১১ জুলাই তারিখে ধ্বসে যাওয়া স্পার ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। ৩০০জনের অনুকূলে ত্রাণ সহায়তা প্রদান করা হয়
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS