Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

ক্রঃ নং

মাসের নাম

আলোচ্য বিষয়

সিদ্ধান্ত সমূহ

০১

নভেম্বর/২০১২

ভিডিজি ২৪ মাস চক্র (১ম জানুয়ারী/১৩ হতে ৩১ শে-ডিসেম্বর/১৪) উপকারভোগী বাছাই ও ক্ষুদ্রদল গঠন প্রসঙ্গে।

সভায় সভাপতি জানান যে,  ভিডিজি ২৪ মাস চক্র (১ম জানুয়ারী/১৩ হতে ৩১ শে-ডিসেম্বর/১৪)পর্যন্ত উপকার ভোগী মহিলা বাছাই ও নিবার্চন করতে হবে। আলোচনান্তে ভিজিডি প্রাথমিক তালিকা বাছাই করার জন্য ক্ষুদ্রদল গঠন করা হয়।

০২

ডিসেম্বর/২০১২

১। এ্যাসেসমেন্ট প্রস্তুত প্রসঙ্গে।

২। জন্ম ও মৃত্যু- নিবন্ধন প্রসঙ্গে।

১। সভায় সভাপতি জানান যে, অত্র ইউনিয়নে মডেল ট্যাক্স সিডিউল হাল নাগাদ করার প্রয়োজন। এ ব্যাপারে বিস্তারিত আলোচনাকরা হয়। আলোচনান্তে ৯টি ওয়ার্ডে ইউপি সদস্যদের নেতৃত্বে এ্যাসেসমেন্ট কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

২। সভায় সভাপতি মহোদয় জানান যে, অত্র ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালিত হচ্ছে। বর্তমানে অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম চলছে। শিশুদের জন্ম নিবন্ধন হালনাগাদ করনের জন্য ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহযোগিতায় জন্মের ৪৫ দিনের মধ্যে যেন শিশু নিবন্ধন হয় তাহার বিহীতে ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

০৩

জানুয়ারী/২০১৩

ভিজিএফ অগ্রধিকার তালিকা প্রনয়ন প্রসঙ্গে।

সভায় সভাপতি মহোদয় জানান যে, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের স্মারক নং ৫১২৫০৭.০১৪-০০.০০.০১০.১২-১৩-৫৬(১২) তাং ১৬/০১/২০১৩ইং মোতাবেক অত্র ইউপি শীতার্ত দুঃস্থ পরিবারের মধ্যে ১০০০ (একহাজার) টি ভিজিএফ কার্ড বরাদ্দ পাওয়া যায়। বরাদ্দকৃত কার্ড ভিজিএফ সরকারী নীতিমালা অনুযায়ী বন্ঠন করতে হবে। এ ব্যাপারে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনান্তে ওয়ার্ড পর্যায়ে জন সংখ্যা দুঃস্থ, প্রকবয়স্ক, বিধবা, অতিশয় বৃদ্ধ ও অসহায় পরিবারের মধ্যে ওয়ার্ড পর্যায়ে বন্ঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

০৪

ফেব্রুয়ারী/২০১৩

অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ২য় পর্যায়ের জন্য প্রকল্প তালিকা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গে।

সভায় সভাপতি মহোদয় জানান যে, অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ২য় পর্যায়ের জন্য প্রকল্প গ্রহনেরর বিস্তারিত আলোচনা হয়। আলোচনান্তে সাবেক ৩টি ওয়ার্ডে ৩টি প্রকল্প গ্রহন করা এবং প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

০৫

মার্চ/২০১৩

 

 

০৬

এপ্রিল/২০১৩

হত দরিদ্রদের মধ্যে বিনামূল্য রিংস্লাব বিতরণ প্রসঙ্গে।

সভায় সভাপতি মহোদয় জানান যে, অত্র ইউপির ২০১২-২০১৩ ইং অর্থ বছরের বার্ষিক উন্নয়ণ কর্মসূচী (এডিপি) আওতায় অত্র ইইপ বিনামূল্যে রিংস্লাব বিতরণের জন্য ১,০০,০০০/- (একলক্ষ) টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে। উক্ত বরাদ্দ দ্বারা রিংস্লাব প্রস্তুত পূর্বক বিতরণ করতে হবে। এব্যাপারে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনান্তে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।